Yaad : ইয়াদে এর টিজার মুক্তি পেল
সাংবাদিক সম্মেলন করে শহরের এক হোটেলে মুক্তি পেল ইয়াদে মিউজিক ভিডিওর টিজার। মেরি সাই প্রোডাকশন ও অপূর্ব জোসেফ এই মিউজিক ভিডিওর প্রযোজনার দায়িত্বে রয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন অর্পণ বসাক।ভালোবাসায় ভরা এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন কৌশিকী বসু এবং বিশ্বজিৎ যাদব। প্রথমবার একসঙ্গে কাজ করছে কৌশিকী ও বিশ্বজিৎ। তাই হিন্দি এই মিউজিক ভিডিওটির মাধ্যমে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জুটিকে। গানের গীতিকার হলেন সোহম মজুমদার।কুন্তল দে এর সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র।জি মিউজিকের ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পাবে ইয়াদে। প্রজেক্টির দায়িত্বে রয়েছেন রণিত সরকার ও নীলবজয় নাথ। এখন পুরো মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায়।